• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যু 

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২২, ০১:৫৬ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪:২৮
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মাত্র তিন সপ্তাহের মধ্যে ৯টি জেব্রার মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এটাকে বিষপ্রয়োগে পরিকল্পিত হত্যা বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অনেকেই। স্বল্প সময়ের ব্যবধানে পর পর নয়টি জেব্রার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মঙ্গলবার (৩৫ জানুয়ারি) বিশেষজ্ঞ বৈঠক ডেকেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, খাদ্যে বিষক্রিয়া, বিষ প্রয়োগ, ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণসহ নানা বিষয় মাথায় রেখেই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ​থাকবেন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, গবেষক ও পার্ক–সংশ্লিষ্ট লোকজন।

বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটিতে মোট ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এখন সংখ্যা দাঁড়িয়েছে ২২–এ। এভাবে নয়টি জেব্রার মৃত্যু অনেকেই রহস্যজনক মনে করছেন।

মাত্র ৩ সপ্তাহে ৯টি জেব্রার মৃত্যুর ঘটনা স্বীকার করে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাবিবুর রহমান বলেছেন, বিষয়টি নিঃসন্দেহে অস্বাভাবিক। গত ২ জানুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত মোট ৯টি জেব্রা মারা গেছে। মাঝে আরো কয়েকটা অসুস্থ হলেও চিকিৎসায় সেগুলো সুস্থ হয়েছে। এর কারণ ​কারণ খতিয়ে দেখতেই মঙ্গলবার জরুরী বিশেষজ্ঞদের বৈঠক ডাকা হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এই সাফারি পার্ক দীর্ঘ দিন ধরে জেব্রার পালে সমৃদ্ধ হচ্ছিল। কিছুদিন পরপর জেব্রার পালে আসছিল নতুন অতিথি। ক্রমাগত সংখ্যা বৃদ্ধির ফলে এখান থেকে জাতীয় চিড়িয়াখানায় কিছু জেব্রা পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ এমন মৃত্যু পার্ক–সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলেছে।

পূর্বপশ্চিম- এনই

বঙ্গবন্ধু সাফারি পার্ক,জেব্রা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close